২০২২শে কান চলচ্চিত্র উৎসবে দীপিকা
২৯ মে ২০২২, ০৬:৩১ পিএম

দীপিকা পাড়ুকোন
ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ডের অন্যতম সদস্য ভারতের প্রতিনিধিত্বকারী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কান চলচ্চিত্র উৎসবে সবার মধ্যমণি ।
দিপিকা একেক দিন একেক সাজ ও পোশাকে ভক্তদের মুগ্ধ করেছেন। চোখ কপালে তুলেছেন বোদ্ধাদের। তাঁর সব ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাকই ছিল নজরকাড়া। তবে আসরের শেষ দিনটা ছিল একেবারে অন্য রকম। অফ হোয়াইট রাফেল শাড়ি আর ব্রালেস মিনিটপ ব্লাউজের সঙ্গে মুক্তার বডি জুয়েলারিতে তাঁকে দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ গ্রিক দেবী।
অন্যদিকে তার ব্লাউজ তৈরি করা হয়েছে মুক্তা ও ক্রিস্টালের মিশ্রণে। ন্যুড মেকআপের সঙ্গে স্লিক বান। কানে পরেছিলেন বদ্রিচাঁদ ঘনশ্যাম দাসের কানের দুল। দীপিকার এই প্লিটেড রাফেলস শাড়ি ডিজাইন করেছেন আবু জানি-সন্দীপ খোসলা।গত মঙ্গলবার সন্ধ্যায়, উৎসব শুরু হয় এবং বিচারকদের প্যানেল মিডিয়ার সাথে পরিচিত হয়। সংবাদ সম্মেলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দীপিকা এবং অন্যান্যরা রয়েছে।