জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি বিশ্বাসী: মংসুইপ্রু চৌধুরী অপু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ নভেম্বর ২০২১, ০৩:২৭ পিএম


জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি বিশ্বাসী: মংসুইপ্রু চৌধুরী অপু

ছবি- প্রতিদিনের চিত্র।

খাগড়াছড়ির দিঘীনালায় বন বিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২নভেম্বর)বিকালে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এসব কথা বলেন।

 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি বিশ্বাসী। ধর্ম যার যার উৎসব সবার-এই স্লোগানকে ধারণ করে তিনি সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তারপরও কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নাই। কিছুদিন আগে সনাতনী সম্প্রদায়ের দূর্গোৎসবের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। বর্তমান সরকারের উন্নয়নকে বিঘ্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় দেশনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্যশ্রাবক পরম পূজ্য শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র অন্যতম প্রধান শিষ্যশ্রীমৎ নন্দপাল মহাস্থবির।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পাজেপ চেয়ারম্যানের সহধর্মিনী কুহেলিকা ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী অন্যান্যরা। এসময় বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থী, দায়ক-দায়িকারা অংশ নেন।

 

এর আগে সকালে মাটিরাঙ্গায় আর্যমার্গ বন বিহারে আয়োজিতহ ৪র্থ বারের শুভ দানোত্তম কঠিন চীবন দানোৎসব অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এসময় ধর্মীয় আলোচক ছিলেন অগ্র জ্যোতি মহাস্থবির ভান্তে, দীপনন্দ মহাস্থবির ও বিহার অধ্যক্ষ বুদ্ধজয় ভান্তে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, সদ্য নব-নির্বাচিত চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ads