রামগড়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
০৬ অক্টোবর ২০১৯, ০৪:০৫ পিএম

“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় এ বারেই প্রথম খাগড়াছড়ির রামগড়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।
রোববার সকালের দিকে রামগড় উপজেলা পরিষদ হল রুমে ১ নং রামগড় ইউনিয়ন পরিষদ ও ২ নং পাতাছড়া ইউনিয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহান, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ওয়ার্ড মেম্বার- জলিল ও নবরায় ত্রিপুরা, সাংবাদিক করিম শাহসহ প্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিন সহ সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ প্রমুখ।