মানিকছড়িতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ অক্টোবর ২০১৯, ০৫:৪৫ পিএম


মানিকছড়িতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ চত্তরে এসে শেষ হয়। মানিকছড়ি উপজেল নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একটি বাড়ী একটি খামার প্রকল্প ব্যবস্থাপক সোনা কান্তি চাকমা, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিুশুর জন্ম নিবন্ধন শিশুর অধিকার। আর এর বাস্তবায়নের দায়িত্ব আমাদেরই। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার কথা থাকলেও তা সঠিক সময়ে করা হয় না। তাই সঠিক সময়ে জন্ম নিবন্ধন করার ব্যপারে সকলকে আরও সচেতনতা মূলক প্রচারনার জন্য আহব্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, বর্তমানে রহিঙ্গা জনগোষ্ঠীরা পার্বত্যঞ্চলে সূকৌশলে প্রবেশ করছে। আর তাদেরকে সহযোগীতা করছে কিছু সংখ্যক অর্থলোভী মানুষ। অর্থের লোভে তারা রহিঙ্গাদের জন্ম নিবন্ধন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তাই অবৈধ ভাবে এদের প্রবেশ ও জন্ম নিবন্ধন করা থেকে বিরত থাকার জন্য সকলকে সজাগ থাকার কথা বলেন বক্তারা। এছাড়াও উপজেলার কোথাও যদি কোন রহিঙ্গাদের খবর পাওয়া যায় তাহলে প্রশাসনকে জানানোর জন্য বলা হয়। যদি কোন ভাবে অবৈধ জন্ম নিবন্ধন করা হয় সেটি বাতিল করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে তথ্য দিয়ে সহায়তা করার জন্যও বলা হয়।
উক্ত র‌্যালী ও আলোচনা সভায় মানিকছড়ি উপজেলার চার ইউপি সচিব, ইউপি সদস্য, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Ads