পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে হুমকির মুখে ফেলেছে : জনসন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মার্চ ২০২২, ০১:৩২ পিএম


পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে হুমকির মুখে ফেলেছে : জনসন

ছবি- সংগৃহীত।

 

রুশ প্রেসিডেন্ট পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর প্রকাশ করেছে বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জনসন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোনকল হয়েছে। সেখানে এ কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শুক্রবার (৪ মার্চ) দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পরই তাদের মধ্যে এই কথোপকথন হয়।


ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র পরিস্থিতিটিকে গুরুতর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘উভয় নেতাই একমত হয়েছেন যে, রাশিয়াকে অবিলম্বে পাওয়ার স্টেশনে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে প্ল্যান্টে জরুরি পরিষেবার জন্য নিরবচ্ছিন্ন অ্যাক্সেসের অনুমতি দিতে হবে।’

 

জনসন আরও বলেছেন যে, পরিস্থিতির আরও অবনতি যেন না ঘটে তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা করবে। তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন। যুক্তরাজ্য রাশিয়া এবং ঘনিষ্ঠ অংশীদারদের সাথে অবিলম্বে বিষয়টি উত্থাপন করবে

Ads