রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা হত্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ মে ২০১৯, ১০:১৯ এএম


রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা হত্যা

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সন্ত্রাসীরা যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ক্য হ্লা চিং মারমা (৪০)। তাঁর বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের আগাপাড়ায়।

ক্য হ্লা চিং মারমা বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীদের ভাষ্য মতে, গতকাল রাত ১১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের আগাপাড়ায় ক্য হ্লা চিং মারমার বাড়িতে একদল সন্ত্রাসী এসে বাইরে কয়েকজন পাহারাদেয় এবং কয়েকজন ঘরে প্রবেশ করে। তারপর গুলির শব্দ পাওয়া যায় ঐ গুলিতেই ক্য হ্লা চিং মারমার মৃত্যু হয়।তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা চলে যায়।

 

Ads