হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম


হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

ছবি- সংগৃহীত।

 

বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহাকে অব্যাহতি ও ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
 

আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।
 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেই আলোচিত তারকা ক্রিকেটার তামিম। তার আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।

 

তবে এমন অজুহাত মানতে নারাজ তামিম ভক্তরা। রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তামিমের পক্ষে স্ট্যাটাসের জোয়ার তুলেছে ভক্তরা। করছেন সমালোচনা। তবে এর মধ্যেই ভক্তদের উদ্দেশে স্ট্যাটাস দিয়েছেন তামিম।
 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব।

 

আরও বলেন, গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

Ads