প্রতারণার মামলায় ফাঁসছেন শাকিরা

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর ২০২৩, ০২:১৯ পিএম


প্রতারণার মামলায় ফাঁসছেন শাকিরা

কলম্বিয়ান সুপারস্টার শাকিরা।

 

লম্বিয়ান সুপারস্টার শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলায় বিচার শুরু হবে। স্থানীয় সময় আজ সোমবার এই মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। বার্সেলোনায় স্প্যানিশ প্রসিকিউটররা গ্র্যামি বিজয়ী গায়িকার জন্য আট বছরেরও বেশি কারাদণ্ড চেয়েছেন।

 

স্প্যানিশ প্রসিকিউটররা ৪৬ বছর বয়সী শাকিরার বিরুদ্ধে কর না দিয়ে স্প্যানিশ রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করার অভিযোগ এনেছেন। অভিযোগ রয়েছে, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্জিত আয়ের ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরোর (১৫.৭ মিলিয়ন ডলার) ওপর কর দেননি শাকিরা।

 

তবে শাকিরা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শুধুমাত্র ২০১৫ সালে স্থায়ীভাবে স্পেনে চলে এসেছিলেন এর আগে স্থায়ী ছিলেন না।

 

স্পেনের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন স্পেনে সময় কাটিয়েছেন শাকিরা। পরে তাদের বিচ্ছেদ হয়। স্প্যানিশ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ল্যাটিন পপ গানের রানী শাকিরা ইসাবেল মেবারাক রিপোল স্পেনে যতদিন সময় কাটিয়েছেন ততদিন তাঁর কর দেওয়া উচিত ছিল।

 

স্প্যানিশ প্রসিকিউটররা মামলার জন্য সূক্ষ্ম তদন্ত চালাচ্ছেন। এতে গায়িকার ব্যক্তিগত জীবনও সবার সামনে বেরিয়ে আসতে পারে। শাকিরার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবিগুলোর দিকে নজর রাখা হচ্ছে, এ ছাড়া হেয়ারড্রেসারদের পেমেন্ট চেক থেকে শুরু করে গর্ভাবস্থায় সে যে হেলথ ক্লিনিকে গিয়েছিল তার তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
 

হাই-প্রোফাইল মামলাটির বিচার বার্সেলোনার একটি আদালতে স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।  আদালত প্রায় ১২০ জন সাক্ষীকে শুনানির জন্য নির্ধারিত করেছেন। শাকিরা বিচারের প্রথমদিন আদালতে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি শুনানিতে তিনি উপস্থিত থাকতে না চাইলে আদালতের অনুমতি চাইতে পারেন।

 

দেশটির কর্তৃপক্ষ বলছে, ২০১১ সালে এফসি বার্সেলোনার প্রাক্তন তারকা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে শাকিরার সম্পর্ক প্রকাশ্যে আসার পরে তিনি স্পেনে চলে গিয়েছিলেন।
তবে ২০১৫ সাল পর্যন্ত বাহামাসে ‘অফিসিয়াল ট্যাক্স রেসিডেন্সি (একজন ব্যক্তি বা সত্তার আইনি করের অবস্থা)’ বজায় রেখেছিলেন। প্রসিকিউটররা অভিযোগে দাবি করেছে, শাকিরা স্পেনে কর প্রদান না করার জন্য চেষ্টা চালিয়ে ছিলেন। শাস্তি হিসেবে আট বছর দুই মাসের জেল এবং প্রায় ২৪ মিলিয়ন ইউরো (২৪ মিলিয়ন ডলার) জরিমানা চাইছেন প্রসিকিউটররা।

 

এদিকে শাকিরার আইনজীবীরা বলছেন, ২০১৪ সাল পর্যন্ত তিনি যাযাবর জীবন যাপন করেছেন এবং আন্তর্জাতিক সফরগুলো থেকে তিনি বেশিরভাগ অর্থ উপার্জন করেছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে তার দ্বিতীয় পুত্রের জন্মের ঠিক আগে তিনি স্থায়ীভাবে বার্সেলোনায় চলে আসেন। ২০২২ সালে এলি ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাত্কারে শাকিরা বলেছিলেন, ‘আমি তাদের দাবি করা সমস্ত কিছু পরিশোধ করেছি এবং সেটা মামলা দায়ের করার আগেও।’

 

এর আগেও ২০২১ সালে ল্যাটিন এই সুপারস্টারের নাম ‘প্যান্ডোরা পেপারস’-এর উঠে এসছিল। যারা বিশ্বব্যাপী ধনীদের সম্পদ এবং কর না দেওয়াার কৌশলগুলো প্রকাশ করেছিল। স্পেন সাম্প্রতিক বছরগুলোতে ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সেলিব্রিটিদের ওপর বকেয়া কর পরিশোধ না করার অভিযোগ তুলেছে। উভয় খেলোয়াড়কে কর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে প্রথমবারের অপরাধীদের জেলের শাস্তি মওকুফ করা হয়েছিল।

 

শাকিরা বৃহস্পতিবার দক্ষিণ স্পেনের সেভিলে ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার জিতেছেন। অভিযুক্ত এই গায়িকার অসংখ্য হিট গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো ‘হিপস ডোন্ট লাই’,‘হোয়েনএভার, হোয়ারভার’ এবং ২০১০ সালের বিশ্বকাপের গান ‘ওয়াকা ওয়াকা।’শাকিরা ২০২২ সালের জুনে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন।

Ads