o বাংলাদেশে এক আজব শাসন চলছে : রিজভী o ঢাকায় গভীর রাতে বৈঠক করছে বিএনপি : ওবায়দুল o সালমান বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা o কিম জং পুনরায় চীনে o ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি: কাদের

আজ মঙ্গলবার, ১৯ জুন ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সংবাদ বিশ্ব  >  গুজরাট ও হিমাচলে ভোট গণনা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

গুজরাট ও হিমাচলে ভোট গণনা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

পাবলিশড : ২০১৭-১২-১৮ ১০:৩৬:০০ এএম আপডেট : ২০১৭-১২-১৮ ১০:৪৭:৪৮ এএম

।। সংবাদ বিশ্ব ডেস্ক ।।

ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম দেড় ঘণ্টা গণনার পর এখনও পর্যন্ত যে চিত্রটা সামনে এসেছে তাতে বিজেপি শাসিত গুজরাটে শাসক দলের বিরুদ্ধে জোর টক্কর দিচ্ছে বিরোধী দল কংগ্রেস। সকাল থেকে গণনার পর থেকে কখনও বিজেপির এগিয়ে থাকার খবর পাওয়া গেছে, পর মুহূর্তেই কংগ্রেসের এগিয়ে থাকার খবর মিলেছে।

পশ্চিম ভারতের এই রাজ্যটিতে গত ২২ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় সরকার গড়তে দরকার ৯২টি আসন। সেখানে বিজেপি এখনও পর্যন্ত ৯২টি আসনে এগিয়ে রয়েছে, ৮৪ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। নির্বাচন শেষে বুথ ফেরত জরিপেও দেখা গিয়েছিল যে বিজেপি ক্ষমতায় ফিরলেও কংগ্রেসও ভাল ফল করতে পারে। নির্বাচনের এখনও পর্যন্ত ট্রেন্ডও সেই দিকেই যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রাজকোট পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজগুরুর চেয়ে পিছিয়ে রয়েছেন। উপ মুখ্যমন্ত্রী নিতীন প্যাটেলও মেহসানা কেন্দ্রে পিছিয়ে রয়েছে।

যেটা বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিং জাদেজা ভাতবা কেন্দ্রে এগিয়ে রয়েছে, ভাবনগর পশ্চিম কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী জিতু ভাগানি, মান্দভি-কচ্চ কেন্দ্রে কংগ্রেসের সিনিয়র নেতা শক্তিশিং গোহিল, আমরেলি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পরেশ ধান্নাই, রাধানপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী অল্পেশ ঠাকোর, ভদগাম কেন্দ্রে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী জিগ্নেশ মেভানি।

অন্যদিকে, কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে শাসক দল অনেকটা পিছিয়ে রয়েছে। ৬৮ আসনের হিমাচল প্রদেশে ক্ষমতা দখলের জন্য ম্যাজিক ফিগার ৩৫। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস এগিয়ে রয়েছে ১৯টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে ৩৪ আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ১টি আসনে।  

মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী বীরভদ্র সিং এগিয়ে রয়েছে, সুজানপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেম কুমার ধুমল। পাশাপাশি উনা কেন্দ্রে বিজেপি রাজ্য সভাপতি সতপাল সিং সাট্টি, কুল্লু কেন্দ্রে বিজেপির মহেশ্বর সিং এগিয়ে রয়েছেন। হারোলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মুকেশ অগ্নিহোত্রী।

এদিন দুপুরের মধ্যেই দুই রাজ্যেই কোন দল শাসন ক্ষমতায় আসতে চলেছে তার পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার গুজরাটে ভাল ফল করার খবর ছড়িয়ে পড়তেই দিল্লিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে কংগ্রেসের কর্মী-সমর্থকরা।