o অভিজ্ঞতাকে বাড়িয়ে রাখছেন মিরাজ o রাজশাহীতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন o খল-অভিনেতা বাবর মৃত্যুবরণ করেছেন o তারকা ছাড়াই বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয় o সুলতান মনসুরের বঙ্গবন্ধু সাধনা

আজ সোমবার, ২৬ আগস্ট ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  ঈদ উৎসবে চ্যানেল আইতে ৮ দিনে ১৪ নাটক

ঈদ উৎসবে চ্যানেল আইতে ৮ দিনে ১৪ নাটক

পাবলিশড : ২০১৯-০৮-০৬ ১৮:২৬:৫৪ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে ৮ দিনে প্রচার হবে ১৪টি নাটক। এগুলোর মধ্যে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক ‘আসেন আমরা মিষ্টি মুখ করি’। অভিনয়ে মৌসুমী হামিদ, আহসান হাবিব নাসিম, মামুনুর রশীদ, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।

ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে থাকছে ‘পরীর নাম ময়নাপক্ষী’। রচনা কাজী শহিদুল ইসলাম এবং পরিচালনায় সালাহ্‌উদ্দিন লাভলু। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘বালিশ বিলাস’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। এতে অভিনয় করেছেন মামনুন ইমন, সুমাইয়া শিমু, আবুল হায়াত প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে রয়েছে নাটক ‘সেতু’। গল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য ও পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে রওনক হাসান, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, আল মামুন প্রমুখ। ‘ভাইরাল ভাই’ নাটকটি প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। রচনা ও পরিচালনায় শামিম জামান। অভিনয়ে মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শামিম জামান প্রমুখ।

ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে ‘নব্বই দিন’। রচনা ও পরিচালনায় রতন হাসান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে ‘বাদশাহ আলমগীরের লটারি’। চিত্রনাট্য ও পরিচালনায় মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারী মম প্রমুখ।

ঈদের চতুর্থ দিন ‘৭৫ এর ডায়েরি’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা সহিদ রহমান এবং পরিচালনায় সুমন ধর। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে ‘বার্ষিক পরীক্ষা’। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। এ নাটকে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, সাফা কবির, সাবেরী আলম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, সুজাত শিমুল প্রমুখ।

ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘থেকে যায় প্রশ্ন’। রচনা ফারিয়া হোসেন এবং পরিচালনায় আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আনিসুর রহমান মিলন প্রমুখ। ‘নীল হিজাব’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। চিত্রনাট্য ও পরিচালনায় নুর ইমরান মিঠু। অভিনয়ে শ্যামল মাওলা, সারিকা, আবু হায়াত, জয়রাজ প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে রয়েছে ‘টম বউ’। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় আল হাজেন। অভিনয়ে সজল, শেহতাজ, ডলি জহুর প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘তেঁতুল পাতায় দুজন’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, শিপন মিত্র প্রমুখ।

ঈদের সপ্তম দিন রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ‘পিতা ও প্রেমিক’। রচনা ইমদাদুল হক মিলন এবং পরিচালনায় হিরু খান।