o ইমরানকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ o যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে একই পরিবারের নয়জনসহ ১৭ জন নিহত o নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি o প্রধানমন্ত্রীকে সংবর্ধনা : যেসব সড়ক বন্ধ থাকব‌ে o গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

আজ শনিবার, ২১ জুলাই ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  খেলাধুলা  >  ১০ বার ফাউল করা হয়েছে নেইমারের সাথে!

১০ বার ফাউল করা হয়েছে নেইমারের সাথে!

পাবলিশড : ২০১৮-০৬-১৮ ১২:৫২:৪২ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

ফেভারিট হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করা বেশিরভাগ দলই আছে কোণঠাসা অবস্থায়। মেক্সিকোর সঙ্গে ১-০ হেরে হেরেছে জার্মানি। আর্জেন্টিনার মতো গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।

ব্রাজিলকে ঠেকাতে বেশ ভালো প্রস্তুতি নিয়েই রবিবার রাতে মাঠে নামে সুইজারল্যান্ড। সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে প্রথম ম্যাচে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের সঙ্গে ১০ বার ফাউল করা হয়েছে।

তারা আরও জানায়, শুরু থেকেই নেইমারকে টার্গেট করা হয়। পেছন থেকে একাধিকবার তার জার্সি টেনে ধরা হয়।

দ্বিতীয়ার্ধে নেইমারকে আরও বেশি করে ঠেকানোর চেষ্টা করা হয়েছে যাকে রীতিমতো হাস্যকর বলে আখ্যা দিয়েছে মার্কা। 

ব্যথায় কুঁকড়ে গেছেন নেইমার। হাসছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়েরা।