‘থর ফোর’ মুভি আসছে
২০ জুলাই ২০১৯, ০৫:২০ পিএম

আসছে ‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। আর এই সিনেমাকে রুপালি পর্দায় আনার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত চলচ্চিত্রকার তাইকা ওয়াতিতিকে। মার্ভেলের এই সিনেমা ঘিরে এমনটাই জানা যাচ্ছে।
থর র্যাগনারকক মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এটি পরিচালনা করেছিলেন তাইকা। মুক্তির দুই বছর পর শোনা গেল তাঁরই পরিচালনায় ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি আসছে। ইতিমধ্যে পাণ্ডুলিপি লেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাইকাকে। থর ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০১১ সালে। এরপর ২০১৩ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি থর দ্য ডার্ক ওয়ার্ল্ড। আর ২০১৭ সালে রুপালি পর্দায় আসে থর র্যাগনারক।
এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। মার্ভেলের নতুন সুপারহিরো হিসেবে পরিচয় ঘটে থর–এর। তবে এখনো চতুর্থ কিস্তি সম্পর্কে বিস্তারিত কোনো খবর জানানো হয়নি। আশা করা যায় ২০২১ সালের মধ্যে পর্দায় আসতে পারে সিনেমাটি। থর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ক্রিস হেমসওর্থই।