চৌধুরী সাব্বির এর নেতৃত্বে ফরিদপুরের মনোনয়ন সংগ্রহ করলেন এ্যাডঃ জামাল হোসেন মিয়া
২১ নভেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

ছবি- সংগৃহীত।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর নির্বাচনী আসন - ২ (নগরকান্দা -সালথা) এ সালথা উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর নেতৃত্বে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জামাল হোসেন মিয়া। চৌধুরী সাব্বির আলীর পিতা চৌধুরী ইউনুছ আলী ও জামাল হোসেনের পিতা আবু শহিদ মিয়া এই দুই রাজনৈতিক নেতা ছিলেন বঙ্গবন্ধু ও বর্ষীয়ান নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর অন্যতম রাজনৈতিক হাতিয়ার। তাদের রাজনৈতিক অবদান অনেক।
জামাল হোসেন মিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ( নগরকান্দা -সালথা) ফরিদপুর - ২ আসন থেকে নির্বাচন করবে বলে জামাল হোসেন জানিয়েছেন এবং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সালথা- নগরকান্দা এই দুই উপজেলায় চৌধুরী সাব্বির আলী ও জামাল হোসেন মিয়ার অনেক গ্রহন যোগ্যতা রয়েছে।।
চৌধুরী সাব্বির আলীর সাথে রয়েছে সালথা ও নগরকান্দার অসংখ্য আওয়ামীলীগের নেতা কর্মীরা। চৌধুরী সাব্বির আলী, নগরকান্দার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর মেয়র নিমাই সরকার ও সালথা উপজেলার আনোয়ার হোসেন, সাবেক উপজেলার চেয়ারম্যান অহিদ সহ তাদের অনুসারীরা যেদিক মোড় দিবে সে নেতাই ফরিদপুর দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হবে বলে এলাকা বাসিরা জানান।
ফরিদপুরের নির্বাচনী আসন ২ এ আরো আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে। তাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে জামাল হোসেন মিয়া ও দ্বিতীয় স্হানে আছে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুমান আরা বেগম।
আসন্ন নির্বাচন উপলক্ষে জামাল হোসেন সালথা ও নগরকান্দা বাসীর নিকট দোয়া চেয়েছেন।
চৌধুরী সাব্বির আলী জানান, আমরা সালথা ও নগরকান্দা বাসি জামাল হোসেন কে নৌকা মার্কয় বিজয়ী করে মাননীয় দলের সভাপতিকে উপহার দিবো।