টঙ্গীতে যুবলীগের শান্তি মিছিল

কালিমুল্লাহ ইকবাল

১৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম


টঙ্গীতে যুবলীগের শান্তি মিছিল

ছবি- সংগৃহীত।



গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠদফা অবরোধের প্রথম দিনে শান্তি মিছিল ও অবস্থান কর্মসুচী পালন করেছে যুবলীগ। বুধবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের মুধুমিতা রোড এলাকায় অবস্থান কর্মসুচী পালন করে নেতাকর্মীরা। পওে বেলা এগারোটার দিকে যুবলীগ নেতা জসিম মাদবরের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় মধুমিতা রোড এলাকায় এসে শেষ হয়।
 

মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাতীলীগের সভাপতি মোঃ শাহ আলম, আওয়ামী লীগ নেতা খালেদ সাইফুল্লাহ সেলিম, টঙ্গী পূর্ব থানা তাতী লীগের সাধারণ সম্পাদক মহসিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী, যুবলীগ নেতা আলমগীর হোসেন, সোহেল আহমেদ, সফিকুল ইসলাম সজিবসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Ads