o বাংলাদেশে এক আজব শাসন চলছে : রিজভী o ঢাকায় গভীর রাতে বৈঠক করছে বিএনপি : ওবায়দুল o সালমান বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা o কিম জং পুনরায় চীনে o ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি: কাদের

আজ মঙ্গলবার, ১৯ জুন ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  খেলাধুলা  >  খেলোয়াড় জীবনের ইতি টানলেন কাকা

খেলোয়াড় জীবনের ইতি টানলেন কাকা

পাবলিশড : ২০১৭-১২-১৮ ১০:৫০:২৬ এএম

।। প্রতিদিনের চিত্র অনলাইন ।।

খেলোয়াড় জীবনের ইতি টানলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা ফুটবলার কাকা। সোশ্যাল মিডিয়ায় বুটজোড়া তুলে রাখার কথা জানিয়েছেন ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

নিজের অবসর ঘোষণায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কাকা লেখেন, ‘ফাদার, আমি যতটা কখনই ভাবিনি, তার থেকে অনেক বেশি পেয়েছি। আশেষ ধন্যবাদ। এখন আমি পরবর্তী সফরের জন্য প্রস্তুত। প্রভু যিশুর নামে। ’

এদিকে জানা গেছে, নতুন ভূমিকায় আবতীর্ণ হওয়ার কথা ভাবছেন কাকা। অচিরেই তাকে এসি মিলানের ম্যানেজার বা স্পোর্টিং ডিরেক্টর হিসাবে দেখা যেতে পারে। ক্লাব ও ফুটবল দলের মধ্যে সমন্বয় সাধনের গুরুদায়িত্ব পেতে পারেন কাকা। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ক’দিন আগেই এক সাক্ষাৎকারে কাকা জানিয়েছিলেন, ‘আমি ফুটবল চালিয়ে যেতে তৈরি।

তবে অন্য ভূমিকায়। খুব বেশিদিন আমাকে পেশাদার ফুটবলার বা অ্যাথলিট হিসাবে দেখা যাবে না। ক্লাবের পক্ষ থেকে নতুন প্রস্তাব পেয়েছি। দল ও ক্লাবের মধো সংযোগ রক্ষা করার ভূমিকা নিতে পারি। ’

২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য কাকা। যিনি এসি মিলানে থাকাকালীন মেসি-রোনালদোদের টপকে ব্যালন ডি’অর জিতেছিলেন। কাকা নিজের কেরিয়ার শেষ করেন মেজল লিগ সকার দল অর্লাল্ডো সিটিতে।