o যশোরের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত : হাইকোর্ট o ২০২০ সালের মধ্যেই আসবে বঙ্গবন্ধুর বায়োপিক o ১৯ জানুয়ারি (শুক্রবার) মহানায়কের ৮২তম জন্মদিন o আজ খালেদা জিয়ার মায়ের দশম মৃত্যুবার্ষিকীতেও ছাড় দেয়নি আদালত o মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ আদালতের

আজ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০১৮

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  একটি নাটকের ৭০০ প্রদর্শনী

একটি নাটকের ৭০০ প্রদর্শনী

পাবলিশড : ২০১৭-১২-১২ ১৪:৫৬:১৪ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

‘কঞ্জুস’ নাটকের সাতশতম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীতে। ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই প্রদর্শনী হবে। গত ৩০ বছর যাবত নাটকটি নিয়মিতভাবে মঞ্চায়িত হয়ে আসছে। দেশের নাট্য ইতিহাসে প্রথমবারের মতো কোনো নাটক সাতশতম প্রদর্শনীর মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা, ফরাসী নাট্যকার মলিয়ের ‘দ্যা মাইজার’ অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশনায় এ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।

সাতশতম প্রদর্শনী উপলক্ষে অাজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।