o বাংলাদেশে এক আজব শাসন চলছে : রিজভী o ঢাকায় গভীর রাতে বৈঠক করছে বিএনপি : ওবায়দুল o সালমান বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা o কিম জং পুনরায় চীনে o ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি: কাদের

আজ মঙ্গলবার, ১৯ জুন ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  ঢাকা আসছেন বিদ্যা বালান

ঢাকা আসছেন বিদ্যা বালান

পাবলিশড : ২০১৭-১২-১০ ১৪:২৮:১১ পিএম

।। প্রতিদিনের চিত্র অনলাইন ।।

জনপ্রিয় অনেক সিনেমা দিয়ে বলিউড দর্শকদের মাতিয়েছেন বিদ্যা বালান। এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে আসছেন। নতুন বছরের ২৯ জানুয়ারি রাজধানীর আবাহনী মাঠে নতুন চ্যানেল ‘হ্যাপিনেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পারফর্ম করতে দেখা যাবে।

চ্যানেলটির চেয়ারম্যান জহিরুল ইসলাম মিন্টু বলেন, ‌‘অত্যন্ত জমকালোভাবে আমরা উদ্বোধনটি করতে চাই। তাই এমন আয়োজন।’

তিনি জানান, শুধু বিদ্যা নন অনুষ্ঠানে কলকাতার গায়ক নচিকেতা ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি’সহ অনেকে উপস্থিত থাকবেন।

বিদ্যা বালান বলিউড চলচ্চিত্রে প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল ও মালয়ালম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তরুণ বয়সেই চলচ্চিত্রের সাথে তার সম্পৃক্ততা ঘটে এবং ১৯৯৫ সালে ‘হাম পাঞ্চ’ হিন্দি সিটকমের মাধ্যমে মিডিয়ায় তার আগমন।

‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’-খ্যাত এ তারকা ২০১৪ সালে ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পেয়েছেন। বর্তমানে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনেরও (সেন্সর বোর্ড) সদস্য।