o অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল পাচার; গ্রেফতার ১ o মাটিরাঙ্গাতে সড়ক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত o নাচোলে কারেন্ট পোকা দমনে সচেতনা মুলক সভা অনুষ্ঠিত o শিবগঞ্জে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত o কানসাটের ২ প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

আজ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  খেলাধুলা  >  রাসেলের ব্যাটে ভর করে জিতল ফিউসার স্টার বয়েজ ঢাকা

রাসেলের ব্যাটে ভর করে জিতল ফিউসার স্টার বয়েজ ঢাকা

পাবলিশড : ২০১৭-১০-১২ ১২:১০:৩২ পিএম আপডেট : ২০১৭-১০-১২ ১২:৩২:৩৯ পিএম

।। নিজস্ব প্রতিনিধি ।।

ফতুল্লার সবুজ সংঘ ক্রিকেট একাডেমি মাঠে, এফ এস বি ক্রিকেট সিরিজের ২য় ম্যাচে ১ উইকেটের শ্বাসরুদ্বকর জয় পায় এফ এস বি ক্রিকেট একাডেমি ঢাকা!! খেলার শুরুতে টসে জিতে বাট করার সিদ্বান্ত নেয় এফ সি এ!

যথারীতি এফ এস এর দুই উদ্বোধনী ব্যাটসম্যান ১০ ওবারে ৬০ রান তুলে স্কোর বোর্ডে, ১১ তম ওভারে প্রথম আঘাত হানে মাইনুল, ভাল খেলতে থাকা সুশাঙ্ককে সরাসরি বোল্ড করে যার ব্যক্তিগত সংগ্রহ ২৪ রান! তার ৩ ওভার পর আবার ও মাইনুলের শিকার সাইফুল্লাহ, তার পর থেকে নিয়মিত উইকেট হারিয়ে ১০৭ রানে অল আউট হয় ফ্ললিক ক্রিকেট একাডেমি। রাসেল, মোস্তুফা, মাইনুল ২টি করে উইকেট পান। আর নাহিদুর রহমান পান ১ উইকেট। এত অল্পরানের টার্গেট খুব সহজে হয়ত ম্যাচটি জিতে যাবে এফ এস বি ক্রিকেট ঢাকা এমনটাই ভেবেছিল সবায়।

কিন্তু খেলার শুরুতেই দলীয় ১৩/২ উইকেট। বোলার সুসান্ত, কাদিরে বিদায় নেয় এনামুল আসিফ। তার পর লিমনের ২৩ প্রান্তের ১২ রান ছাড়া আর কেউ রান করতে পারেনি। দলিয় ৪৪ রানে নেই ৫ উইকেট তার পর ব্যাট করতে নামেন অধিনায়ক রাসেল, কিন্তু সেখানেও ব্যতিক্রম, এক প্রান্তে রাসেল কে রেখেই ৬০/৯ এ পরিনত হল এফ এস বি ঢাকা। ম্যাচ তখন ফ্ললিকের হাতে, হয়ত খুব বড় ব্যবধানেই জিতে যাবে ফ্ললিক এমনটাই ধারনা করা হচ্ছিল।