o গুজরাট ও হিমাচলে ভোট গণনা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত o আজ রাজশাহী মুক্ত দিবস o সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু o শিক্ষকরাই আসল প্রশ্নফাঁসকারী: শিক্ষামন্ত্রী o ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব মেলা

আজ সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭

আপনি আছেন : প্রচ্ছদ  >  আন্তর্জাতিক  >  ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১৫০০ বাড়ি পুড়ে ছাই

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১৫০০ বাড়ি পুড়ে ছাই

পাবলিশড : ২০১৭-১০-১০ ১২:০২:৫৫ পিএম আপডেট : ২০১৭-১০-১০ ১২:৩১:৫৩ পিএম

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ক্যালিফোর্নিয়ার নাপা প্রদেশের মেনডোছিনোর আঙ্গুর বাগানে ভয়াবহ দাবানলে ১৫০০ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

এরই মধ্যে একজন নিহত হয়েছেন। বহু মানুষ আহত ও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। কিছুতেই নিয়ন্ত্রণে আনতে না পারা এ দাবানলে ৪৪ হাজার একর জমিও ইতোমধ্যে পুড়ে গেছে বলে সরকারি হিসাবে জানা গেছে।

স্থানীয় সময় রবিবার রাতে সূত্রপাত হয়ে এখনও জ্বলছে মেনডোছিনো। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যায়নি।

ক্যালিফোর্নিয়ার সরকার দমকল বাহিনীকে জরুরি ভিত্তিতে এ বন্য আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। সরকারের মতে, দাবানল ধ্বংসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং আরও এক হাজারেরও বেশি ঘর-বাড়ির জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে। পুড়ে যাওয়া দেড় হাজার বাড়ির বাসিন্দাদের পুনর্বাসনও জরুরি।

নাপা প্রদেশের অগ্নিনিয়ন্ত্রণ বিভাগের প্রধান সতর্কবাণী দিয়ে বলেছেন, পরিস্থিতি দমকলকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাড়াচ্ছে।