o পেপ্যাল জুম সেবা এখন বাংলাদেশে o ভারত থেকে এক লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার o হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস ও বায়োটেক ট্রেড ফেয়ার ২০১৭ o আদালতের পথে খালেদা জিয়া o এক ওভারেই সাকিবের জোড়া আঘাত

আজ বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৭

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারা দেশ  >  জয়পুরহাটে বজ্রপাত নিরোধে তাল বীজ রোপন

জয়পুরহাটে বজ্রপাত নিরোধে তাল বীজ রোপন

পাবলিশড : ২০১৭-১০-১০ ১১:২৯:৪২ এএম

।। নিজস্ব প্রতিনিধি ।।

বজ্রপাতের হাত থেকে রক্ষার পাশাপাশি প্রাণহানী রোধে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জয়পুরহাটের দোগাছী ইউনিয়নের প্রায় ২৫কিলোমিটার রাস্তার পার্শ্বে প্রায় ২০ হাজার তাল গাছের বীজ লাগানো শুরু হয়েছে।

০৯ অক্টোবর সোমবার বিকেলে দোগাছী ইউনিয়নের জয়পুরহাট-মঙ্গলবারড়ী সড়কে এ তাল গাছের বীজ লাগানোর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোকাম্মেল হক।

সে সময় উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মোফখ্খারুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়ারেস আনসারী, দোগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে তাল গাছের বীজ লাগানোর অংশ হিসাবে জেলা দুর্যোগ ও ত্রাণ বিভাগের সহযোগীতায় এসব তাল গাছের বীজ লাগানো হয়।

এ বিভাগের সর্বশেষ