o ইমরানকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ o যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে একই পরিবারের নয়জনসহ ১৭ জন নিহত o নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি o প্রধানমন্ত্রীকে সংবর্ধনা : যেসব সড়ক বন্ধ থাকব‌ে o গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

আজ শনিবার, ২১ জুলাই ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রাজনীতি  >  সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন এরশাদ

সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন এরশাদ

পাবলিশড : ২০১৭-১০-০৯ ১২:০৫:৪৯ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

আজ সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে জাপার সঙ্গে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগারগাঁও নির্বাচন ভবনে যাচ্ছেন জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এইচ এম এরশাদের নেতৃত্বে ২৫ সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

এইচ এম এরশাদের নেতৃত্বে ২৫ সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

আরও জানা যায়, আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি।