o ইমরানকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ o যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে একই পরিবারের নয়জনসহ ১৭ জন নিহত o নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি o প্রধানমন্ত্রীকে সংবর্ধনা : যেসব সড়ক বন্ধ থাকব‌ে o গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

আজ শনিবার, ২১ জুলাই ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  স্বাস্থ্য সৌন্দর্য্য  >  ঢাকা মেডিকেলে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হলেন ডা. এজাজ

ঢাকা মেডিকেলে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হলেন ডা. এজাজ

পাবলিশড : ২০১৭-১০-০৫ ১৩:৫০:১১ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে এসেছিলেন তিনি, পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও। বলছি, ডা. এজাজুল ইসলামের কথা। পেশায় ডাক্তার হলেও অভিনয়কে ডাঃ এজাজ ভালোবেসেই নেশা হিসেবে গ্রহণ করেছেন। ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় পুরস্কারও। নাটকের পাশাপাশি নন্দিত হয়েছেন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেও।

শুধু একজন অভিনেতা হিসেবে তাকে যেই ভক্তরা চিনেন, তারা জেনে অবাক হবেন তিনি একজন সুচিকিৎসক এবং সম্প্রতি এই স্বনামধন্য চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজের নিউক্লিয়ার বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন।

উল্লেখ্য ১৯৮৪ সালে ডা. এজাজ রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করে, তৎকালীন পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে স্নাতকোত্তর শেষ করেন।