o গুজরাট ও হিমাচলে ভোট গণনা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত o আজ রাজশাহী মুক্ত দিবস o সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু o শিক্ষকরাই আসল প্রশ্নফাঁসকারী: শিক্ষামন্ত্রী o ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব মেলা

আজ সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭

আপনি আছেন : প্রচ্ছদ  >  অর্থনীতি  >  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর বোর্ড সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর বোর্ড সভা অনুষ্ঠিত

পাবলিশড : ২০১৭-১০-০৫ ১২:৫৭:২৬ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পরিচালক পর্ষদের ৩১৩তম সভা ০৪ অক্টোবর ২০১৭ ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম, সদস্য আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্, আলহাজ্জ সেলিম রহমান, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্জ বদিউর রহমান, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ আবু নাসের মোঃ ইয়াহিয়া, আলহাজ্জ নিয়াজ আহমেদ, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, ড. মোঃ শফিউল হায়দার চৌধুরী, আলহাজ্জ আনোয়ার হোসেন, খালিদ রহীম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান খানসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।