o বাংলাদেশে এক আজব শাসন চলছে : রিজভী o ঢাকায় গভীর রাতে বৈঠক করছে বিএনপি : ওবায়দুল o সালমান বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা o কিম জং পুনরায় চীনে o ঈদযাত্রা এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি: কাদের

আজ মঙ্গলবার, ১৯ জুন ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারাদেশ  >  মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

পাবলিশড : ২০১৭-১০-০৩ ১১:৩৫:৫২ এএম

।। শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি ।।

জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৭ উপলক্ষ্যে সোমবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড, শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা তরবদার তৈয়েবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আনিছুর রহমান প্রমুখ।