o গুজরাট ও হিমাচলে ভোট গণনা শুরু, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত o আজ রাজশাহী মুক্ত দিবস o সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু o শিক্ষকরাই আসল প্রশ্নফাঁসকারী: শিক্ষামন্ত্রী o ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব মেলা

আজ সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিজ্ঞান ও প্রযুক্তি  >  ১২.৮ বিলিয়ন ডলারের ফেসবুক শেয়ার বিক্রি করবেন জাকারবার্গ

১২.৮ বিলিয়ন ডলারের ফেসবুক শেয়ার বিক্রি করবেন জাকারবার্গ

পাবলিশড : ২০১৭-০৯-২৩ ১১:২০:৪০ এএম

।। অনলাইন ডেস্ক ।।

ফেসবুকের ৩৫-৭৫ মিলিয়নের নিজস্ব শেয়ার বিক্রি করবেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ। আগামী ১৮ মাসের মধ্যেই সকল বিক্রয় কর্মকান্ড শেষ করবেন বলে আশাবাদি তিনি। শুক্রবার তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্ট করেন মার্ক জাকারবার্গ। তার বর্তমান স্টক প্রাইস ৬ বিলিয়ন থেকে ১২.৮ বিলিয়ন পর্যন্ত মূল্য হবে।

ফেসবুক পোস্টে শেয়ার বিক্রয়ের কথা প্রকাশ করে জাকারবার্গ বলেন,বিক্রয়ের অর্থ তিনি তার স্ত্রী প্রিসিলার ‘ওয়ার্ক ইন এডুকেশন’এ ব্যবহার করবেন। এ ছাড়া আরো নতুন কিছু পরিকল্পনা রয়েছে তার হাতে।

ফেসবুক এখন যথেস্ট সমৃদ্ধশালী। শেয়ার বাজারেও এর যথেস্ট মূল্যমান রয়েছে। এ সকল কিছু বিবেচনা করেই এই পদক্ষেপ নিচ্ছেন মার্ক জাকারবার্গ। ফরচুন