o অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল পাচার; গ্রেফতার ১ o মাটিরাঙ্গাতে সড়ক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত o নাচোলে কারেন্ট পোকা দমনে সচেতনা মুলক সভা অনুষ্ঠিত o শিবগঞ্জে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত o কানসাটের ২ প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

আজ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  জীবনযাত্রা  >  ভবিষ্যৎ জানতে কাকের ভাষা শিখুন

ভবিষ্যৎ জানতে কাকের ভাষা শিখুন

পাবলিশড : ১৪/০২/২০১৭ ১৭:২২:৫৬ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

কাকের ডাক মনোযোগ সহকারে শুনুন। বেশ কিছুদিন শুনে শুনে অভ্যস্ত হলেই বুঝতে পারবেন, কাকের ডাকে বৈচিত্র্য বিদ্যমান। কাক এমনই এক প্রাণী, যাকে এড়িয়ে জীবনযাপনই সম্ভব নয়। সূর্যোদয়ের আগে থেকেই কাকের ডাক আরম্ভ হয়। সূর্যাস্তের পরেও তার কলরব জেগে থাকে বেশ কিছুক্ষণ। জ্যোৎস্নায়ও কাক ডাকে। কাকের ভাষা রপ্ত করে আপনিও হয়ে উঠতে পারেন ভবিষ্যৎদ্রষ্টা।

জেনে নিন কাকের ভাষার সংকেত:

• কাক যদি ‘ক্রো ক্রো’ করে ডাকে, তা হলে ব্যক্তির শুভলাভ আসন্ন।
• কাকের ডাক যদি ‘কেয়া কেয়া’ হয়, তা হলে তা দেশের পক্ষে অমঙ্গলজনক। কোনও বিশিষ্ট নেতার প্রাণনাশের সূচক এই ডাক।
• কাক যদি ‘কল কল’ করে ডাকে, তাবে তাকে দেশের পক্ষে মঙ্গলজনক বলে ধরতে হবে। এতে জিনিসপত্রের দাম কমে।
• কাকের ডাক যদি ‘কুঁই কুঁই’ শেনায়, তাহলে আর্থিক বিপর্যয় ঘটতে পারে।

• কাকের ‘কিঁ কিঁ’ ডাক খুবই অশুভ। অঘটন ঘটতে পারে।
• কাকের ডাক ‘কোঁ কোঁ’ শোনালে তা পরিবারের পক্ষ অমঙ্গলজনক। পরিবারের কারও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
• কাক যদি থেমে থেমে ‘ক্রোড়ন’ বলে শব্দ করে, তবে দেশে গৃহযুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে।

• কাকের ডাক যদি ‘ক্রেন ক্রেন’ শোনায়, তাহলে বুঝতে হবে কোনও সুন্দরী নারীর সঙ্গে আপনার সম্পর্ক ঘটবেই!
• কাকের ‘ক্লীন ক্লীন’ ডাক অশুভ। কোনও আত্মীয়ের বিপদ বা মৃত্যুর বার্তা দিচ্ছে এই ডাক।