o ইমরানকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ o যুক্তরাষ্ট্রে নৌকাডুবিতে একই পরিবারের নয়জনসহ ১৭ জন নিহত o নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিন দোকানে ডাকাতি o প্রধানমন্ত্রীকে সংবর্ধনা : যেসব সড়ক বন্ধ থাকব‌ে o গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

আজ শনিবার, ২১ জুলাই ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  পাহাড়ের জীবন  >  মা গর্ভাবস্থায় ৬ ধরণের খাবার খেলে সন্তান ফর্সা হয়

মা গর্ভাবস্থায় ৬ ধরণের খাবার খেলে সন্তান ফর্সা হয়

পাবলিশড : ২৬/০৮/২০১৬ ১৬:৩২:৪১ পিএম

।। অয়ন আহমেদ ।।

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, মায়ের গর্ভে থাকাকালীন সময়ে সন্তানের বর্ণ ঠিক হয়। গায়ের বর্ণ ফর্সা হবে না কালো তা নির্ধারণ হয় মূলত ২ বা ৩টি বিষয়ের ভিত্তিতে – (এক) বাবা-মায়ের জিন, (দুই) মেলানিন হরমোনের নিঃসরণ এবং (তিন) জায়গা ও আবহাওয়া। তবে আরেকটি বিষয়কেও তুলে ধরেছেন গবেষকরা তা হচ্ছে গর্ভবর্তী মায়ের খাদ্যাভাস। গর্ববতী মা কী খাবার খাচ্ছে, কেটির উপর সন্তানের বর্ণ নির্ভর করে। সারা পৃথিবীতে ফর্সা হওয়া একটা বড় গুণ, যদিওবা  এ ফর্সা কোন ব্যক্তিত্ব বহন করেনা।

অনেক ক্ষেত্রে ব্যক্তির দোষগুণ বিচারের জন্য চামড়ার রংকে প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে এটিই এ দেশের নিয়ম। ফলে ফেয়ারনেস ক্রিমের চাহিদা খুব। সানস্ক্রিন মেখে রোদে বেরনো, ডাল বাটা, দুধের সর মাখার খুব ধুম। কালো মেয়েকে বিয়ে করতে চায় না কেউ। এমতবস্থায় কোনও শিশু যদি ফুটফুটে দুধে আলতা রং নিয়ে জন্মায়, এমনিতেই তার কদর বেড়ে যায়। তাই গর্ভাবস্থায় মাকে খেতে হবে এমন সব খাবার, যা শিশুর বর্ণ করবে দুধে আলতা। খাবার খাবেন নিচের দেওয়া তালিকা অনুযায়ী-

১) শিশুর ত্বক উজ্জ্বল করতে মাকে রোজ খেতে হবে চেরি ও বেরি ফল।
২) শিশুকে সূর্যের আলট্রা ভায়োলেট রে থেকে বাঁচাতে হবু মাকে খাতে হবে টোম্যাটো।
৩) ত্বক ভালো করতে খেতে হবে কমলালেবু।
৪) গর্ভাবস্থার ৪,৫,৬ মাসে রোজ নিয়ম করে মা যদি ডিমের সাদা অংশ খান সন্তানের গৌরবর্ণ হবেই। কুসুমও খেতে পারেন, তাতেও মিলবে উপকার।
৫) গর্ভাবস্থার ৯ মাসই যদি কোনও মা নিয়ম করে দুধে জাফরান মিশিয়ে খান, সন্তান ফর্সা হবে।
৬) আমাদের প্রিয় বয়োজ্যাষ্ঠদের মুখে শোনা কথা, গর্ভবতী মাকে যদি নারকেলের সাদা শাঁস নিয়ম করে খাওয়ানো হয়, তবে সন্তান নাকি খুব ফর্সা হয়। তবে অতিরিক্ত নারকেল না খাওয়াই ভালো। এতে ক্ষতি হতে পারে।