o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রাজনীতি  >  খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

পাবলিশড : ২০১৯-০৯-১১ ১৩:১৮:৫৬ পিএম

।। প্রতিদিনের চিত্র রিপোর্ট ।।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। আজ ঢাকা মহানগরে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন দলের নেতাকর্মীরা।

মানববন্ধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। নেত্রীর মুক্তির দাবিতে মানববন্ধনে বড় জমায়েতের সর্বোচ্চ চেষ্টা করবেন দলটির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির আয়োজনে রাজধানীতে আজকের এ মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

গত রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পর্যায়ক্রমে কর্মসূচি পালন করবে বলেও জানান ফখরুল।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ এবং ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় সমাবেশ হবে। এর পর রংপুরেও সমাবেশ হবে বলে জানান তিনি।