o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারাদেশ  >  শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

পাবলিশড : ২০১৯-০৯-১১ ১১:২৪:৩৫ এএম

।। ফারুক হাসান কাহার, শাহজাদপুর ।।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক প্রেমিকা (১৫)। মঙ্গলবার দুপুরে উপজেলার নরিনা ইউনিয়নের নারানদহ গ্রামে আফছার এর বাড়িতে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, নারানদহ গ্রামের আফছার আলীর ছেলে আছাদের সঙ্গে একই ইউনিয়নের টেটিয়ার কান্দা গ্রামের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর ধরে চলছিলো তাদের এ সম্পর্ক। প্রেমিক আছাদ এখন ওই কলেজছাত্রীকে বিয়ে করতে না চাইলে ওই তরুণী মঙ্গলবার দুপুর থেকে আছাদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করছে।

আনশনরত কলেজছাত্রী জানান, ‘আমাদের প্রেমের সম্পর্ক দুই বছরের। আছাদ এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। এ কারণে আমি বাধ্য হয়ে তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছি। আমাদের বিয়ে না দিলে আমি আতœহত্যা করবো বলে এই প্রতিবেদককে জানান।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রী আছাদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। আমরা উভয় পক্ষের অভিবাবকদের সাথে কথা বলে মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।