o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  আগামীকাল মুক্তি পাচ্ছে জিৎ গাঙ্গুলি অভিনীত ‘প্যান্থার’

আগামীকাল মুক্তি পাচ্ছে জিৎ গাঙ্গুলি অভিনীত ‘প্যান্থার’

পাবলিশড : ২০১৯-০৯-০৫ ১৪:৫৯:০৭ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

নতুন কোন সিনেমা রিলিজ না হওয়ায় সিনেমা হল গুলোতে এখনও চলছে ঈদের সেই ছবিগুলো ‘মনের মতো মানুষ পাইলাম না ও বেপরোয়া। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই মুক্তি পাচ্ছে জিৎ গাঙ্গুলির নতুন ছবি প্যান্থার।

এদিকে, মুক্তিপ্রাপ্ত ছবিটি কলকাতা থেকে আমাদানীকৃত ‘প্যান্থার’। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথা চিত্রের কর্ণধার আবুল কালাম।

আবুল কালাম বলেন, শুক্রবার মুক্তি পাচ্ছে কলকাতার নায়ক জিৎ অভিনীত ছবি ‘প্যান্থার’। সোমবার এ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এরপরেই শুক্রবার ছবিটি মুক্তির পরিকল্পনা করি। সব মিলিয়ে মোট ৫৫টি হলে মুক্তি পাবে এটি। ‘প্যান্থার’ ছবিটির বিপরীতে ভারতে যাচ্ছে বাংলাদেশের ‘মিসকল’।

অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘প্যান্থার’ ছবিতে জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা দাস। ছবিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেত দেখা যাবে জিৎকে। মুম্বাইয়ে একটি বোম্ব ব্লাস্টের ঘটনা থেকেই শুরু হবে ছবির কাহিনী। জিৎ ও শ্রদ্ধা ছাড়াও ‘প্যান্থার’-এ আরও দেখা যাবে কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায়। নেতিবাচক ভূমিকায় রয়েছেন সৌরভ চক্রবর্তী।