o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  মোশাররফের ছবি আঁকলেন ভারতীয় চিত্রশিল্পী

মোশাররফের ছবি আঁকলেন ভারতীয় চিত্রশিল্পী

পাবলিশড : ২০১৯-০৯-০৪ ১৬:২৫:১০ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

গত রবিবার ২ সেপ্টেম্বর বিকেল ঢাকার ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে দলীয় চিত্র প্রদর্শনী ‘সিম্ফনি’। এ দলেরই একজন ভারতের চিত্রশিল্পী সুব্রত ঘোষ। তিনি বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিমের দারুণ ভক্ত। আর এজন্যই এবারের প্রদর্শনীতে কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের ছবির সঙ্গে আঁকলেন মোশাররফ করিমের ছবিও। ২০ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি আকারের চিত্রকর্মটির নাম দিয়েছেন ‘দ্য ম্যাজিশিয়ান’।

চিত্রশিল্পী সুব্রত বলেন, অ্যাক্রিলিক, আঠা, ধুলাসহ মিশ্র মাধ্যমে ছবিটি আঁকা। মোশাররফ নাটকের জন্য কলকাতায় অন্য রকম গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তাঁর ভাষাভঙ্গি আমাদের কাছে অন্য রকম এক ভাল লাগা জোগায়। সুব্রত প্রদর্শনী ও কর্মশালার জন্য এ পর্যন্ত তিনবার ঢাকায় এসেছেন।