o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  যুক্তরাষ্ট্রে গান গাইতে যাচ্ছে নোবেল

যুক্তরাষ্ট্রে গান গাইতে যাচ্ছে নোবেল

পাবলিশড : ২০১৯-০৮-২৪ ১৬:০৪:৫১ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে সবাইকে মাত করেছেন মাইনুল আহসান নোবেল। নোবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কও প্রকাশ পেয়েছে।

তবে গানের জগতে বেশ ব্যস্ত আছেন নোবেল। এবার তিনি গান গাইতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের কণ্ঠের মুগ্ধতা ছড়াবেন ম্যানচেস্টারে।

আগামী ৩১ আগস্ট ম্যানচেস্টারের ইষ্ট ক্যাথলিক হাই স্কুলে অনুষ্ঠিত হবে নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান। কনসার্টের জন্য বিক্রি হচ্ছে টিকিট। সাধারণ ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে, সেদিন বিকেল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।