o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারাদেশ  >  কুলাউড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শিশু খুন

কুলাউড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শিশু খুন

পাবলিশড : ২০১৯-০৮-২২ ১৭:১৬:৫৪ পিএম

।। এম শাহবান রশীদ চৌধুরী, মৌলভীবাজার ।।

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার ভুকশিমইল ইউনিয়ন থেকে অনিক নামে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে।

জানা যায়, বুধবার রাতে ভুকশিমইল ইউনিয়নের শাদিপুর নিবাসী শিবলু মিয়া গংদের সাথে প্রতিপক্ষের ঝগড়ার এক পর্যায়ে ছুরির আঘাতে ইলাই মিয়ার ছেলে শাদিপুর ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র শিশু অনিক মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা অনিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারতবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে অনিকের লাশ উদ্ধার করে পুলিশ। 

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অনিকের মা জেলি বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি ।