o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  খেলাধুলা  >  বৃষ্টির কবলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ

বৃষ্টির কবলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ

পাবলিশড : ২০১৯-০৮-২২ ১৪:২০:৫৫ পিএম

।। স্পোর্টস ডেস্ক ।।

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের কলম্বো দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগেই বৃষ্টির কবলে পড়েছে। কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে এখনও বৃষ্টি ঝরছে। বৃষ্টির কারণে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টস এখনও হয়নি।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।