o বরিশালে ছাত্রদলের ঝটিকা মিছিল o অনেক কিছুর জন্য আমার নোবেল পাওয়ার কথা: ট্রাম্প o দোয়ারায় স্বামী পরিত্যক্তা মহিলার ভূমি জবর দখলের অভিযোগ o জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে কুলাউড়া বালিকা দল চ্যাম্পিয়ান o কুলাউড়ার ছালেক বাঁচতে চায়, প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

আজ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  প্রথমবারের মত ঢালিউড চলচ্চিত্রে সানি লিওন

প্রথমবারের মত ঢালিউড চলচ্চিত্রে সানি লিওন

পাবলিশড : ২০১৯-০৮-২১ ১৮:৫৫:১৫ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

প্রথমবারের মতো ঢালিউডের একটি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করবেন বলিউড তারকা সানি লিওনি। এক ভিডিওবার্তায় শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ চলচ্চিত্রে পারফর্ম করার কথা নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানও এ তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম খান জানান, সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নেবেন সানি লিওনি। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। ছবিটিতে নায়িকার হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে। তবে নায়ক হিসেবে কে থাকবেন সেটা একনও প্রকাশ করেননি পরিচালক।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকায় ছবিটির শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে শ্রাবন্তীর। নিরাপদ সড়কের আন্দোলনকে উপজীব্য করে শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় করছেন।