o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রাঙামাটি  >  রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনাসদস্য নিহত

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনাসদস্য নিহত

পাবলিশড : ২০১৯-০৮-১৯ ১৩:১৬:০৪ পিএম আপডেট : ২০১৯-০৮-১৯ ১৩:১৮:২২ পিএম

।। ডেস্ক রিপোর্ট ।।

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছে। রাতে টহলকালে হঠাৎ এ ঘটনাটি ঘটে।

রাঙ্গামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুখুম নামক এলাকায় আনুমানিক ১০টার দিকে সেনাবাহিনীর একটি নিয়ামিত টহল দলের উপর সস্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে উক্ত স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।