o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  সালমানকে বিয়ে করতে চায় জেরিন খান

সালমানকে বিয়ে করতে চায় জেরিন খান

পাবলিশড : ২০১৯-০৮-১৮ ১৬:৫৬:৫৭ পিএম আপডেট : ২০১৯-০৮-১৮ ১৭:০০:১২ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

বর্তমানে বলিউডের সবচেয়ে ‘বয়স্ক ব্যাচেলর এর কথা জানতে চাইলে খুব সহজে অনেকেই সালমান খানের কথাই বলবেন। বিভিন্ন সময় বিভিন্ন নায়িকাকে নিয়ে সালমানের প্রেমের গুঞ্জন উঠলেও সেই প্রেম কাহিনী খুব বেশি এগাতে পারেনি। তবে এবার সালমান খানকে বিয়ে করতে চেয়েছেন 'বীর' ও 'যুবরাজ' ছবিতে সালমানের সহ-অভিনেত্রী জেরিন খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিনকে জিজ্ঞাসা করা হয়েছিল সালমান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান?

এমন প্রশ্নের উত্তরে জেরিন বলেন, আমি কাউকেই চাই না। আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে, বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান। তবে বর্তমান যুগে এসে এটা একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে-এমন গুজব ছড়াতেও আমার বেশ ইচ্ছে করে।

শেষবার জারিন খানকে দেখা গিয়েছিল ‘আকসর ২', 'হেট স্টোরি ৩' ও ‘১৯২১' ছবিতে। তবে বক্স অফিসে এই ছবি দুটি তেমন সারা ফেলতে পারেনি। শোনা যাচ্ছে, এবার তেলুগু ছবিতে অভিষেক করতে চলেছেন জেরিন খান।

এদিকে সালমান খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘দাবাং থ্রি'-এর শুটিংয়ে। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে সঞ্জয়লীলা বনশালির 'ইনশাল্লাহ'। ছবিতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।