o অভিজ্ঞতাকে বাড়িয়ে রাখছেন মিরাজ o রাজশাহীতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন o খল-অভিনেতা বাবর মৃত্যুবরণ করেছেন o তারকা ছাড়াই বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয় o সুলতান মনসুরের বঙ্গবন্ধু সাধনা

আজ সোমবার, ২৬ আগস্ট ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  পরকিয়ার জেরে বাহুবলীর অভিনেতার স্ত্রীর আত্মহত্যা

পরকিয়ার জেরে বাহুবলীর অভিনেতার স্ত্রীর আত্মহত্যা

পাবলিশড : ২০১৯-০৮-০৮ ১৭:০৪:১১ পিএম আপডেট : ২০১৯-০৮-০৮ ১৮:১৭:০৭ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি স্ত্রী। সেই ক্ষোভে আত্মহত্যা করলেন ব্লকবাস্টার ‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করা মধু প্রকাশের স্ত্রী ভারতী। অভিনেতা মধু প্রকাশ টেলিভিশনেও জনপ্রিয়।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই নাকি স্ত্রীর সঙ্গে মনো মালিল্য চলছিল অভিনেতা মধু প্রকাশের। টেলিভিশনের এক অভিনেত্রীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন বলে বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়।

মধু প্রকাশ যাতে ওই অভিনেত্রীর সঙ্গে সব সম্পর্ক শেষ করেন। সে জন্য ভারতী সব রকমের চেষ্টাও নাকি করেছেন। স্বামীর বাড়ির লোকজনকেও সবকিছু জানান তিনি।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শেষ পর্যন্ত ভারতী আত্মহত্যা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মধু প্রকাশকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

২০১৫ সালে ভারতের দক্ষিণের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মধু প্রকাশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতী।