o অভিজ্ঞতাকে বাড়িয়ে রাখছেন মিরাজ o রাজশাহীতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন o খল-অভিনেতা বাবর মৃত্যুবরণ করেছেন o তারকা ছাড়াই বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয় o সুলতান মনসুরের বঙ্গবন্ধু সাধনা

আজ সোমবার, ২৬ আগস্ট ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  বিনোদন  >  ঈদের নাটকে কিডন্যাপারের খপ্পরে অভিনেত্রী তিশা

ঈদের নাটকে কিডন্যাপারের খপ্পরে অভিনেত্রী তিশা

পাবলিশড : ২০১৯-০৮-০৭ ১৭:২৮:৩৬ পিএম আপডেট : ২০১৯-০৮-০৭ ১৮:৪৫:১১ পিএম

।। বিনোদন ডেস্ক ।।

সুপার শপ থেকে বের হয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিশা। তখন একটি ছোট গাড়ি এসে তুলে নিয়ে যায় তাকে। গাড়িতে বসার পরপরই ঘুমিয়ে পড়ে সে। ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে চমকে ওঠে তিশা।

সে দেখে একটি অচেনা সাজানো গোছানো ফ্ল্যাট বাসার মধ্যে।নিঃশব্দময় একটি বাসা। তিসা ফ্ল্যাটের এ ঘর ও ঘর পেরিয়ে ডাইনিং রুমে পৌছে দেখে ল্যাপটপ নিয়ে কাজ করছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। আঁৎকে ওঠে জানতে চায় এখানে কেন সে?

সাজ্জাদ খুব স্বাভাবিকভাবে বলে, আপনাকে কিডন্যাপ করা হয়েছে। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কিডন্যাপড’। শাহনেওয়াজ রিপনের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং ইরফান সাজ্জাদ।

এবারের ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে নাটকটি। ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে এটি।