o অভিজ্ঞতাকে বাড়িয়ে রাখছেন মিরাজ o রাজশাহীতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন o খল-অভিনেতা বাবর মৃত্যুবরণ করেছেন o তারকা ছাড়াই বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয় o সুলতান মনসুরের বঙ্গবন্ধু সাধনা

আজ সোমবার, ২৬ আগস্ট ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রান্না শিল্প  >  যেভাবে তৈরি করবেন বাটার বিস্কুট

যেভাবে তৈরি করবেন বাটার বিস্কুট

পাবলিশড : ২০১৯-০৮-০৪ ১৭:৫৫:১৮ পিএম

।। ডেস্ক রিপোর্ট ।।

বিকেলে নাস্তার জন্য ঘরেই তৈরি করতে পারেন হালকা কোন খাবার। যাদের প্রতিদিন নাস্তা তৈরি করার মত সময় থাকে না। তারা বাটার বিস্কুটের নাস্তার শুকনো এই আইটেমটা ঘরে তৈরি করে রাখতে পারেন। যেভাবে বাটার বিস্কুট আপনি তৈরি করবেন।  

প্রয়োজনীয় উপকরণঃ

বাটার (মাখন) - ৭০ গ্রাম

আইসিং সুগার - ৩ টেবিল চামচ

ময়দা - ১০০ গ্রাম

ডিম - ১টি

গুঁড়া দুধ - ১ টেবিল চামচ

বেকিং পাউডার - ১/২ চা চামচ

ভ্যানিলা অ্যাসেন্স - ১/২ চা চামচ

কিসমিস অথবা জেলি - সাজানোর জন্য

তৈরি করার পদ্ধতিঃ

প্রথমে বাটার ও আইসিং সুগার ভাল করে বিট করে নিতে হবে। তারপর ডিম দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এবার শুকনো উপকরণগুলো ও ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে নিতে হবে।

পাইপিং ব্যাগে মিশ্রণটি ঢেলে বেকিং ট্রেতে পছন্দমত ডিজাইন করে তার ওপর মাঝখানে কিসমিস বা জেলি দিয়ে সাজিয়ে দিন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট বেক করুন।

তৈরি হয়ে গেল দারুণ মজার বাটার বিস্কুট। ঠাণ্ডা করে বিস্কুটগুলো এয়ারটাইট বক্সে রেখে দিন। একসঙ্গে বেশ কিছু বিস্কুট তৈরি করে রাখুন। পুরো সপ্তাহ আর চায়ের সঙ্গে বিস্কুটের চিন্তা করতে হবে না।