o অভিজ্ঞতাকে বাড়িয়ে রাখছেন মিরাজ o রাজশাহীতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন o খল-অভিনেতা বাবর মৃত্যুবরণ করেছেন o তারকা ছাড়াই বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয় o সুলতান মনসুরের বঙ্গবন্ধু সাধনা

আজ সোমবার, ২৬ আগস্ট ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  শিক্ষাঙ্গন  >  শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

পাবলিশড : ২০১৯-০৮-০১ ১২:০৯:১০ পিএম

।। ইয়াছির আরাফাত, ইবি ।।

শোকাবহ আগস্ট। বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায়ের মাস। এই মাসেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। আবার এই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়। শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন  করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবে এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ড. আনিছুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বাঙালি জাতির জীবনে বঙ্গবন্ধুর অসীম ত্যাগের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর  আদর্শ অনুসরনের তাগিদ দেন। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান।