o বেলকুচিতে ভূয়া ডাক্তার করছেন অপারেশনের মত কঠিন চিকিৎসা o তরুন গীতিকার প্রিন্স মিলনের নতুন গান তুমি দুঃখ দিলে o সিরাজগঞ্জের সলঙ্গায় মাটি চাপায় শিশুর মৃত্যু o রোববার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে o ভারতের তুমুল জনপ্রিয় মালালা হঠাৎ ভিলেন কেন?

আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রাঙামাটি  >  কাপ্তাইয়ে পাহাড় ধসে নিহত ২

কাপ্তাইয়ে পাহাড় ধসে নিহত ২

পাবলিশড : ২০১৯-০৭-১৩ ১৩:২৭:৪৬ পিএম আপডেট : ২০১৯-০৭-১৩ ১৪:২২:২৫ পিএম

।। রাঙামাটি প্রতিনিধি ।।

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ভারী বর্ষণের চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অজয় বড়ুয়া ও সুজয় মং মরমা। 

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল জানিয়েছেন, রাউজান থেকে বাগান দেখার জন্য একটি সিএনজি অটোরিকশা করে বাঙ্গালহালিয়া থেকে যাওয়ার সময় পথিমধ্যে রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়ায় পাশের পাহাড়ধসে অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এর আগে গেল সোমবার উপজেলার চন্দ্রঘোনার কলাবাগান এলাকায় পাহাড় ধসে দুইজন নিহত হয়েছিল।