o অভিজ্ঞতাকে বাড়িয়ে রাখছেন মিরাজ o রাজশাহীতে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন o খল-অভিনেতা বাবর মৃত্যুবরণ করেছেন o তারকা ছাড়াই বেতিসের বিপক্ষে বার্সেলোনার জয় o সুলতান মনসুরের বঙ্গবন্ধু সাধনা

আজ সোমবার, ২৬ আগস্ট ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  অর্থনীতি  >  নতুন বাজেটে দাম বাড়বে স্মার্ট ফোনের

নতুন বাজেটে দাম বাড়বে স্মার্ট ফোনের

পাবলিশড : ২০১৯-০৬-১৩ ১৭:২৯:৩০ পিএম

।। প্রতিদিনের চিত্র রিপোর্ট ।।

নতুন বাজেটে আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব আসায় বাড়তে যাচ্ছে স্মার্টফোনের দাম। তবে ফিচার ফোনের (শুধু কথা বলা যায় এমন ফোন) দাম থাকছে আগের মতোই। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানির উপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে। বর্তমানে স্মার্টফোন ও ফিচার ফোনে আমদানি শুল্ক ১০ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, স্মার্টফোন দেশের বিত্তবান লোকজন ব্যবহার করে বিধায় এর আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি। অন্যদিকে ফিচার ফোন ‘নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে বিধায়’ তার আমদানি শুল্ক হার আগের মতোই ১০ শতাংশ রাখার প্রস্তাব করেছেন তিনি। অর্থমন্ত্রী মোবাইল ফোনের চার্জার কানেকটর পিন ও সিম স্লট ইজেকটর পিনের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। অর্থমন্ত্রীর প্রস্তাবে দেশে স্মার্টফোন সংযোজনারীরা লাভবান হলেও আমদানি করা ফোনের দামে বেড়ে যাবে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার স্মার্টফোন বিক্রি হয়। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাওয়ার কথা।