o ঐতিহাসিক জয় বাংলাদেশের o বিশ্বকাপে সাকিবের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি o ডিজিটাল পদ্ধতিতে একদিনে সব মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী o বুধবার থেকে কমতে পারে তাপপ্রবাহ o ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯৭০ কোটি: জাতিসংঘ

আজ সোমবার, ১৭ জুন ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারাদেশ  >  হাসপাতালের পলেস্তারা খসে শিশুসহ আহত ১০

হাসপাতালের পলেস্তারা খসে শিশুসহ আহত ১০

পাবলিশড : ২০১৯-০৬-১২ ১২:৫৫:৪২ পিএম

।। নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ে সাত শিশুসহ ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

রোগীর স্বজনরা জানান, সকাল সাতটার দিকে বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সাত শিশুসহ ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন অন্যান্য রোগিদের বের করে আনে। এই ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা শিশুদের হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ জানান, তিনি সরকারি কাজে লক্ষ্মীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনার খবর পেয়েছেন। হাসপাতালের পথে রওনা হয়েছেন।