o ঐতিহাসিক জয় বাংলাদেশের o বিশ্বকাপে সাকিবের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি o ডিজিটাল পদ্ধতিতে একদিনে সব মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী o বুধবার থেকে কমতে পারে তাপপ্রবাহ o ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯৭০ কোটি: জাতিসংঘ

আজ সোমবার, ১৭ জুন ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  খাগড়াছড়ি  >  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

পাবলিশড : ২০১৯-০৫-১৯ ১৪:৩৪:৪৭ পিএম

।। মামুন আবু বকর, খাগড়াছড়ি ।।

খাাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে আয়েশা খাতুন (৫৫) ও মো. আব্দুল মমিন (২২) নামে মা ও ছেলে নিহত হয়েছে। এসময় একই পরিবারের আরো দুইজন আহত হয়েছে। রোববার ভোরে মাটিরাঙ্গা উপজেলার করিম মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, নিহত আয়েশা খাতুনের মেয়ে আলেয়া বেগম (৩০) ও তার ছেলে মে: আরাফাত হোসেন(৮)। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।  
জানা যায়, ঘরে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষনা করেন। এদিকে একই সময়ে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের রাজিয়া খাতুুন (৫৫) নামে এক গৃৃহিনী আহত হয়েছে। এসময় তাদের গহৃৃপালিত একটি গরু মারা গেছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোা. শামসুদ্দিন ভুইয়া বজ্র্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।