o নিরপেক্ষ দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসির নির্দেশ o রাজশাহীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচার-প্রচারণা শুরু o প্রশাসন ও আইসিটির প্রশিক্ষণে থাইল্যান্ড যাচ্ছেন কুতুবদিয়ার প্রধান শিক্ষক জহির o নড়াইলের দুটি আসনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন o শাহজাদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আজ সোমবার, ১১ ডিসেম্বর ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারাদেশ  >  নড়াইলে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রি

নড়াইলে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রি

পাবলিশড : ২০১৮-১১-২০ ১৮:১৪:৪৭ পিএম

।। উজ্জ্বল রায়, নড়াইল ।।

নড়াইলে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এম.এম. আরাফাত হোসেন সংশ্লিষ্ট ইউনিয়ন (ভূমি) সহকারী কমিশনার মো. ইউনুস শেখকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এলাকাবাসী জানায়, নড়াইলের সকালে নোয়াগ্রাম ইউনিয়নের তেলীগাতি গ্রামের পীরের ভিটা সংলগ্ন ব্রীজের নিকট থেকে ৩টি গাছ কেটে বিক্রি করে ওই গ্রামের মো. মুরশিদ মুন্সীর ছেলে মো. ফরিদ মুন্সী।

এ বিষয়ে ফরিদ সাংবাদিকদের বলেন, ‘আমরাই গাছগুলো রাস্তার পাশে লাগিয়েছিলাম। রাস্তা সংলগ্ন আমাদের পুকুর রয়েছে। গাছের ছায়ার কারণে মাছ চাষে অসুবিধা হওয়ায় গাছ কেটে বিক্রি করে দিয়েছি।’ নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়ন (ভূমি) সহকারী কমিশনার মো. ইউনুস শেখ বলেন, ‘সরকারী রাস্তার পাশের ৩টা গাছ কেটে বিক্রি করেছে ফরিদ মুন্সী। আমি আসার পূর্বেই গাছগুলি কেটে সরিয়ে ফেলেছে। এ সংক্রান্ত লিখিত প্রতিবেদন এসি ল্যান্ড নড়াইলের লোহাগড়া বরাবর দাখিল করেছি।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম. আরাফাত হোসেন বলেন, ‘সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারীর প্রতিবেদন পেয়েছি। যেহেতু অভিযুক্তকারী গাছ কেটে সরিয়ে ফেলেছে তাই তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি।