o ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ o রোয়াংছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা o লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ o চিকিৎসা নিতে এসে লাশ হয়ে ফিরল শিশু o খাগড়াছড়ি মাটিরাঙ্গায় টিএসএফ’র উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

আজ সোমবার, ২৬ মার্চ ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  রাজনীতি  >  মহাসমাবেশে গান গাইলেন রওশন এরশাদ

মহাসমাবেশে গান গাইলেন রওশন এরশাদ

পাবলিশড : ২০১৮-১০-২০ ১৬:৩৬:৪৭ পিএম

।। অনলাইন ডেস্ক ।।

জাতীর পার্টির মহাসমাবেশে গান গেয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। 

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে বক্তৃতায় উপস্থিত জনতার সমস্বরে জাতীয় পার্টির গানটি গান তিনি।

মহাসমাবেশে রওশন এরশাদ গেয়েছেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাব, প্রাণে প্রাণে আজ এই শিক্ষা নিলাম।

এরপরই তিনি বলেন, এবার আমরা ক্ষমতায় যাবই যাব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমাদের ক্ষমতায় যেতে হবে। আমি আশা করব আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন এবং সেইভাবে দলকে সম্মানিত করবেন।

তিনি বলেন, আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। কারণ আমাদের চেয়ারম্যানের ইচ্ছা উনি আরেকবার দেশের জন্য, জনগণের জন্য কাজ রতে চান। আমরাও দেশের জন্য আরেকবার কাজ করতে চাই।

রওশন এরশাদ বলেন,তাদের মনে আবারও সেই কথা জাগ্রত হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে লাঙল আছে।

এ সময় রংপুরের লাঙলে ভোট না দিয়া করছি আমি মস্ত ভুল- গানটি শোনান জাপার কো-চেয়ারম্যান।  তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টির গান আমাদের আবারও গাইতে হবে।