o জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রস্তুত নয় আওয়ামী লীগ o রাজশাহীতে কোমলমতি শিশুদের মরণ বোঝা ভারী স্কুল ব্যাগ o আবারো সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক তোফায়েল ইসলাম o জঙ্গিবাদের উদ্ভব হয় এমন প্রতিষ্ঠান কখনই 'বিশ্ববিদ্যালয়' হতে পারে না o ২৮-২৯ অক্টোবর পরিবহন শ্রমিকদের সারাদেশে ধর্মঘটের ডাক

আজ শনিবার, ২০ অক্টোবর ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  সারাদেশ  >  অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল পাচার; গ্রেফতার ১

অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল পাচার; গ্রেফতার ১

পাবলিশড : ২০১৮-০৯-১৮ ২২:০৬:৩১ পিএম

।। জাহিদুর রহমান তারিক ।।

খুলনায় অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের মধ্যে ১১৫বোতল ফেন্সিডিল পাচারকালে সুমন (৪০) নামের ঝিনাইদহের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জিরোপয়েন্ট থেকে হরিণটানা থানা পুলিশ তাকে আটক করে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গদখালী এলাকার সচিন ওরফে মজিদের ছেলে। এঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাসিম খান জানিয়েছেন।

ওসি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসে করে একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে ১১৫বোতল ফেন্সিডিল নিয়ে জিরোপয়েন্টে নামে সুমন নামের ওই মাদক বিক্রেতা। এসময় সন্দেহ হলে তার সাথে থাকা গ্যাস সিলিন্ডারটি তল্লাশী করে ফেন্সিডিল পাওয়া যায়।

সাতক্ষীরার কলারোয়া থেকে তিনি এই ফেন্সিডিল বিক্রির জন্য খুলনায় এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।