o জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রস্তুত নয় আওয়ামী লীগ o রাজশাহীতে কোমলমতি শিশুদের মরণ বোঝা ভারী স্কুল ব্যাগ o আবারো সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক তোফায়েল ইসলাম o জঙ্গিবাদের উদ্ভব হয় এমন প্রতিষ্ঠান কখনই 'বিশ্ববিদ্যালয়' হতে পারে না o ২৮-২৯ অক্টোবর পরিবহন শ্রমিকদের সারাদেশে ধর্মঘটের ডাক

আজ শনিবার, ২০ অক্টোবর ২০১৮ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  খাগড়াছড়ি  >  মাটিরাঙ্গাতে সড়ক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গাতে সড়ক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

পাবলিশড : ২০১৮-০৯-১৮ ২২:০৩:৩৯ পিএম

।। আরিফুল ইসলাম মহিন ।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুল মাঠে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহতিকরন কর্মসূচি পালন করা হয়েছে।

মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুল প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দীন খোন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ।

তিনি বলেন, মাটিরাঙ্গা সড়কে দূর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।সড়ক নিরাপত্তা আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।যারা আইন মানে না তারাই দূর্ঘটনায় পড়ে।রাস্তায় যাতায়াতের সময় দুই দিক দেখে বাম পাশে হাটতে বলেন।তাই নিজেকে নিরাপদ রাখতে সবাইকে নিয়ম মেনে চলার পরামর্শ দেন।

মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুলের ছাত্রী জান্নাত সরকার জুঁই সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুলের শিক্ষক ইমাম উদ্দিন।সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন পি.পি.এম,মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুল সহকারী শিক্ষক আনিছুল হক পাটোয়ারি, মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুলে ১০ম শ্রেণির ছাত্র দিদার হোসেন ও এ,এইচ ইসতিয়াক শোয়াইব প্রমুখ।

এছাড়াও মাটিরাঙ্গা সরকারী মডেল হাই স্কুলের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।