o ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ o রোয়াংছড়িতে গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা o লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ o চিকিৎসা নিতে এসে লাশ হয়ে ফিরল শিশু o খাগড়াছড়ি মাটিরাঙ্গায় টিএসএফ’র উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

আজ সোমবার, ২৬ মার্চ ২০১৯ |

আপনি আছেন : প্রচ্ছদ  >  অনিয়ম  >  সাভারে ডাকাতি’র প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক

সাভারে ডাকাতি’র প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক

পাবলিশড : ২০১৮-০৮-০৬ ১৫:২৪:৪০ পিএম

।। তুহিন আহামেদ, সাভার ।।

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রীজ থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ডাকাতরা হলো-তোফাজ্জল হোসেন তপু, হাফিজুল ইসলাম বল্টু, শেখ শাহা ও সবুজসহ পাঁচ জন।

পুলিশ জানায়, আমিনবাজারের সালেহপুর ব্রীজ এলাকায় মুরগি ও ডিমের ট্রাক ডাকাতি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত তুরাগ নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত বিভিন্ন বাসেও ডাকাতি করতো বলে জানিয়েছেন পুলিশ।

এবিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, আটককৃত ডাকাতদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।